News71.com
 Bangladesh
 12 Jul 19, 08:09 PM
 120           
 0
 12 Jul 19, 08:09 PM

বঙ্গবন্ধুর সমাধিতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন॥  

বঙ্গবন্ধুর সমাধিতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন॥   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ শুক্রবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ. এম আমিন উদ্দিনের নেতৃত্বে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহাপাঠ করেন। এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মোল্লা মো. আবু কাওসার, গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সামসুল হাসান শুভ, সদস্য চঞ্চল কুমার বিশ্বাস, আফিফা নাজনীন, শামীম সরদার, সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহম্মেদ, মমতাজ উদ্দিন আহম্মেদ মেহেদী, সিনিয়র আইনজীবী এ.কে.এম ফয়েজ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, জাহিদ সারওয়ার কাজল, আমিনুর রহমান চৌধুরী টিকু, আনিসুর রহমান দিপু, ফরহাদ আহম্মেদ, এম.এ কামরুল হাসান খান আসলামসহ আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন