নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ বলেছেন, আমি সেদিন শুনেছি প্রধানমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়ন যদি চান, তাহলে গ্যাসের দাম বৃদ্ধি মেনে নিতে হবে। আমরা উন্নয়ন চাই, তবে গ্যাসের দাম বাড়াতে চাই না। এটা আমার কথা না, জনগণের কথা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের কার্যক্রম আরম্ভ হয়। তিনি বলেন, জনগণকে একটুখানি রেহাই দেন। অনেকেই আছেন তাদের এত দাম দিয়ে গ্যাস কেনার সামর্থ্য নেই।
তিনি আরও বলেন, আমরা যখন গ্যাসের দাম বাড়িয়ে দিলাম, তখন ভারত গ্যাসের দাম কমিয়ে দিল। যে সিলিন্ডারে ঘরে রান্না করে সেটার দাম ১শ’ টাকা কমিয়ে দেওয়া হল। যদি এটাই হয় তাহলে আমাদের হঠাৎ বাড়ল কেন? রওশন এরশাদ বলেন, এমপিওভুক্তি বঞ্চিত শিক্ষকরা আন্দোলন করছেন। তারা বেতন পাচ্ছেন না। এই অসহায় শিক্ষকদের প্রতি মানবিকতার হাত বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাই। তিনি বলেন, ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করা হচ্ছে। বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। স্কুলে-মাদ্রাসায় কোন জায়গায় আমাদের বাচ্চারা সুরক্ষিত না, নিরাপদ না। আমি সরাসরি বলতে চাই, এদের মৃত্যুদণ্ড দিতে হবে।