News71.com
 Bangladesh
 12 Jul 19, 12:28 PM
 75           
 0
 12 Jul 19, 12:28 PM

আবাসিক হলের সিট দখলমুক্ত করতে একাট্টা রাবির প্রাধ্যক্ষ পরিষদ॥

আবাসিক হলের সিট দখলমুক্ত করতে একাট্টা রাবির প্রাধ্যক্ষ পরিষদ॥

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ক্ষতাসীনদের অবৈধ দখলমুক্ত করতে একাট্টা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদ। এদিকে হলের সিট অবৈধ দখলরোধে প্রশাসন ও ছাত্রনেতাদের সঙ্গে একটি ত্রিমাত্রিক সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই সঙ্গে আগামী কোরবানি ঈদে হল ছুটি কমিয়ে আনার ব্যাপারেও আলোচনা করেছেন প্রাধ্যক্ষরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাধ্যক্ষ পরিষদের এক গুরুত্বপূর্ণ সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

 

সভার সিদ্ধান্তের বিষয়ে একাধিক হল প্রাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন ধরে হলগুলোতে আমরা বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী তুলতে পারছি না। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ব্যানারে এক হলের শিক্ষার্থী অন্য হলে থাকছে। আবার দেখা যাচ্ছে, প্রথম বর্ষের কোনও শিক্ষার্থী অবৈধভাবে হলে থাকছে, আর হলে সিট বরাদ্দ পাওয়া চতুর্থ বর্ষ কিংবা মাস্টার্সের শিক্ষার্থীরা মাসের পর মাস ভাড়া দিয়েও সিটে উঠতে পারছে না। এই কর্মকাণ্ড রোধে প্রশাসন ও ছাত্রনেতাদের সঙ্গে একটি ত্রিমাত্রিক সভা হতে পারে।উক্ত সভায় প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক সাবিনা সুলতানার সভাপতিত্বে বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন