News71.com
 Bangladesh
 11 Jul 19, 12:13 PM
 113           
 0
 11 Jul 19, 12:13 PM

উপজেলায় নৌকার বিরোধিতাকারি ৬২ মন্ত্রী-এমপি সনাক্ত ॥ নেয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা

উপজেলায় নৌকার বিরোধিতাকারি ৬২ মন্ত্রী-এমপি সনাক্ত ॥ নেয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা

নিউজ ডেস্কঃ সদ্য অনুষ্ঠিত পাঁচ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নেওয়া ৬২ জন মন্ত্রী-এমপির বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আওয়ামী লীগ। তবে তাদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হবে। এসব মন্ত্রী-এমপি উপজেলার নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ার পর এবার দলের তৃণমূল সম্মেলনেও বিরোধিতা করছেন। তাদের বিরুদ্ধে নিজ বলয় ভারী করার জন্য গুরুত্বপূর্ণ পদগুলোতে ত্যাগী ও পরিশ্রমী নেতাদের বাদ দিয়ে নিজ আত্মীয়স্বজন-কেন্দ্রিক কমিটি তৈরি করার অভিযোগ উঠেছে। এ কারণে তাদের বিপক্ষে করণীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার দলের সংসদীয় দল এবং আগামীকাল শুক্রবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠক দুটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরোধিতাকারী ৬২ জন মন্ত্রী-এমপির বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসে আওয়ামী লীগ। সাংগঠনিক শাস্তির বিষয়ে আওয়ামী লীগের এই শৈথিল্য দেখানোর সুযোগে এবার এমপিরা তৃণমূলের সম্মেলনেও আওয়ামী লীগের বিরোধিতা শুরু করেছেন। কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে দলের তৃণমূলে চাপিয়ে দেওয়া কমিটি গঠন করতে চাচ্ছেন। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার রাত ৮টায় জাতীয় সংসদ ভবনের নবমতলায় অবস্থিত সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের সর্বশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের সংসদীয় দলের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা নির্বাচনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রাথী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থনকারী দলের মন্ত্রী-এমপিরা বৈঠকে তোপের মুখে পড়তে পারেন বলেও আভাস পাওয়া গেছে। দলের তৃণমূল শাখাগুলোর সম্মেলনে এমপিদের হস্তক্ষেপ না করারও নির্দেশনা আসতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন