News71.com
 Bangladesh
 10 Jul 19, 09:19 PM
 148           
 0
 10 Jul 19, 09:19 PM

বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী ঢাকায় আসছেন আজ।।

বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী ঢাকায় আসছেন আজ।।

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিভা আজ বুধবার ঢাকায় আসছেন। বাংলাদেশে এটিই তার প্রথম সফর। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়। দুই দিনের সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিনিয়র সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন এবং বিশ্বব্যাংকের সহায়তাপ্রাপ্ত একটি প্রকল্প পরিদর্শন করবেন। জর্জিভা আজ ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশনের (জিসিএ) তৃতীয় নির্বাহী বৈঠকেও যোগ দেবেন। তার এ সফর বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ককে আরও জোরদার করতে সহায়তা করবে। এ সম্পর্কে জর্জিভা বলেন, ‘বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন-সহযোগী হিসেবে পেয়ে বিশ্বব্যাংক গর্বিত। আমরা বাংলাদেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার উল্লেখযোগ্য প্রচেষ্টাকে সাহায্য করব।’ তিনি আরও বলেন, ‘ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে অভিযোজন ও দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি কিভাবে নেয়া যায়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন