News71.com
 Bangladesh
 10 Jul 19, 08:43 PM
 111           
 0
 10 Jul 19, 08:43 PM

জাতীয় সংসদ সদস্য রুশেমা ইমামের মৃত্যু॥

জাতীয় সংসদ সদস্য রুশেমা ইমামের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) রুশেমা ইমাম আর নেই। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আওয়ামী লীগের মনোনয়নে গত ২০ ফেব্রুয়ারি তিনি সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নেন। রুশেমা ইমামের লাশ তার নিজ বাড়ি ফরিদপুর শহরের গোপালপুরে রাখা হয়েছে। জানাজার সময় ও স্থান এখনও নির্ধারিত হয়নি। তার মৃত্যুতে ফরিদপুরে শোকের ছায়া নেমে এসেছে।

ব্যক্তিজীবনে রুশেমা ইমাম ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার ডাক নাম ছিল হাসি। রুশেমা ইমামের স্বামী ইমামউদ্দিন আহমেদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি একজন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ২০০৬ সালে ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই বছর ১২ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন