News71.com
 Bangladesh
 09 Jul 19, 11:52 AM
 138           
 0
 09 Jul 19, 11:52 AM

এরশাদপূত্র এরিক’কে অপহরণের হুমকি, থানায় জিডি॥

এরশাদপূত্র এরিক’কে অপহরণের হুমকি, থানায় জিডি॥

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের পুত্র এরকি এরশাদকে তুলে নেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে গুলশান থানায় জিডিটি করেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক মেজর (অব.) মো. খালেদ আখতার। জিডিতে বলা হয়, আমি মেজর (অব.) মো. খালেদ আখতার, পিতা মরহুম শাফায়ে হোসেন, পরিচালক হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট, আমার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায়, তার ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে কে বা কারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে। জিডিতে তার মোবাইল নম্বর ও ঠিকানা উল্লেখ করে আরও বলা হয়েছে, আমি হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক হিসেবে এরিকের সব ভালো-মন্দ দেখাশোনার দায়-দায়িত্ব আমার ওপর অর্পিত হয়।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বাবার জন্য দেশবাসির জন্য দোয়া চেয়েছিলেন এরিক এরশাদ। প্রসঙ্গত, এরশাদ-বিদিশা দম্পতির একমাত্র সন্তান এরিক এরশাদ। বাবা-মার ছাড়াছাড়ির পর পালাক্রমে উভয়ের সঙ্গে থাকেন এরিক। তবে নিরাপত্তার কারণে বেশির ভাগ সময় বাবার সঙ্গে বারিধারার প্রেসিডেন্ট পার্কে অবস্থান করতেন তিনি। এইচ এম এরশাদ অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল; তবে শঙ্কামুক্ত নয় তবে জীবিত আছেন বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন