News71.com
 Bangladesh
 08 Jul 19, 11:36 AM
 111           
 0
 08 Jul 19, 11:36 AM

সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ॥

সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ॥

নিউজ ডেস্কঃ রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশাচালকরা। আজ সোমবার সকাল ৭টা থেকে তারা বিক্ষোভ করেন। মালিবাগ, সায়েদাবাদ, মুগদা, মানিকনগর, মান্ডাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা। রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশা মালিকরাও।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি। তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানীর কুড়িল থেকে খিলগাঁও, রামপুরা হয়ে সায়দাবাদ এবং গাবতলী থেকে আসাদগেট মিরপুর রোড হয়ে আজিমপুর ও সাইন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশাসহ অন্য সব অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গতকাল রোববার (৭ জুলাই) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন