News71.com
 Bangladesh
 07 Jul 19, 08:31 PM
 196           
 0
 07 Jul 19, 08:31 PM

রাজধানীর গেণ্ডারিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২।।

রাজধানীর গেণ্ডারিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২।।

নিউজ ডেস্কঃ রাজধানীর গেণ্ডারিয়ায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। গতকাল শনিবার রাত ১১টার দিকে গেণ্ডারিয়া এলাকায় একটি স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শাওন (১৮)। সে শ্যামপুর এলাকায় থাকতেন। তার বাবার নাম হারুন অর রশিদ। আহত শাওন (১৭) ও দুদু মিয়া (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গেণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) শেখ আমিরুল ইসলাম জানান, গতকাল রাত ১১টার দিকে গেণ্ডারিয়া এলাকায় একটি স্কুলের পাশে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শাওনকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আজ ভোরে তার মৃত্যু হয়। আর আহত অপর দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি। ওসি আরও বলেন, ঘটনার সত্যতা উদ্ঘাটনে আমরা কাজ করছি। মারামারি গ্রুপভিত্তিক হয়েছে নাকি অন্য কোনো ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন