News71.com
 Bangladesh
 07 Jul 19, 08:30 PM
 217           
 0
 07 Jul 19, 08:30 PM

এরশাদের অবস্থা আশঙ্কাজনক॥জিএম কাদের

এরশাদের অবস্থা আশঙ্কাজনক॥জিএম কাদের

নিউজ ডেস্কঃ জাপা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সময় ক্রমেই শেষ হয়ে আসছে। এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত ও আশঙ্কাজনক। আজ রোববার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। জিএম কাদের বলেন, তার হেমোডায়াফিলট্রেশন চলছে। পালস, ব্লাড প্রেশার, অন্য সবকিছু স্বাভাবিকভাবে চলছে; তবে তা শুধুমাত্র লাইফ সাপোর্টে রাখার কারণে। যতদিন তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারবেন না, ততদিন তাকে এভাবে রাখা হবে। তিনি বলেন, সিএমএইচ কর্তৃপক্ষ তার চিকিৎসায় কোনো খুঁত রাখছেন না। এসময় এরশাদের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান জিএম কাদের। গত ২৬ জুন শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। পরে গত রোববার তার অবস্থার অবনতি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন