নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, এবারের বাজেট বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব হয়েছে। দেশে যাতে বিনিয়োগ বেশি হয় সে জন্য শুল্কহার সমন্বয় করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বাড়ানো ও কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাণিজ্য সহজ হলে উভয় দেশের ব্যবসায়ীদের সুবিধা হবে। জনগণের সুবিধা হবে। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি আমরাও কাজ করে যাচ্ছি। আমদানি-রপ্তানিকারকরা যদি সঠিকভাবে রাজস্ব প্রদান করেন তাহলে রাজস্ব ঘাটতি হবে না। পরস্পর সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে রাজস্ব বৃদ্ধি করতে হবে। কোনোরকম অনিয়ম-দুর্নীতির সাথে জড়িয়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করা যাবে না। তিনি আজ রবিবার বিকালে বেনাপোল কাস্টম হাউজ ক্লাবে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। আগামীতে আরো হবে। বেনাপোল কমিশনারের হাতে এসব উন্নয়নে শরিক হতে পেরে জাতীয় রাজস্ব বোর্ড ধন্য। আগামীতে বেনাপোল কাস্টম হাউজের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড সর্বাত্মক সহযোগিতা করে যাবে। তিনি আরো বলেন, দেশের সকল বন্দর ২৪ ঘণ্টা খোলা রেখে কাজ করে চলেছে কাস্টমসের কর্মকর্তারা। দেখা গেছে শুক্রবার শনিবার বন্দর ব্যবহারকারীরা আসে না। ব্যবসায়ীসহ বন্দর ব্যবহারকারীরা আসলে আমাদের লোকজনও প্রস্তুত রয়েছে কাজ করার জন্য।
বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআইএমএসটিইসি এর মহাসচিব মো. শহীদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নিরীক্ষা আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) খন্দকার আমিনুর রহমান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন, সহসভাপতি আলহাজ নুরুজ্জামান, যুগ্ম কমিশনার মহসিন মিলন প্রমুখ। উপস্থিত ছিলেন যশোর কাস্টমস অ্যান্ড ভ্যাট কমিশনার মো. শত্তকাত হোসেন, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি দাস। এর আগে তিনি সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্টযাত্রীদের ট্রলি ব্যবস্থার উদ্বোধন করেন। বন্দরের লিংক রোড পরিদর্শন ও পণ্য আমদানি উন্মুক্তকরণপ্রক্রিয়া কার্যক্রম চালু করেন। এ ছাড়াও বেনাপোল বন্দরে কাস্টম হাউজের বসানো আধুনিক ল্যাবরেটরি পরিদর্শন ও কাস্টম হাউজ অভ্যন্তরে একটি সড়ক উদ্বোধন করেন।