নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল থাকায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিনটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩৩ জন জেলেকে উদ্ধার করা হলেও পাঁচজন জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ জেলেরা হলেন- সোহরাব প্যাদার ট্রলারের জেলে রবিন হোসেন (২০), রাতুল মিয়ার ট্রলারের জেলে হাসান (১৭) এবং মিজান (২৫), নিজাম ফকিরের ট্রলারের জেলে মনির (৪০) ও সাইদুল (৩৭)। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে আজ শনিবার সকাল থেকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় জেলেরা জানান, বঙ্গোপসাগরে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত দমকা বাতাস ও ঢেউয়ের তোড়ে তিনটি ট্রলার ডুবে যায়। এ ব্যাপারে ট্রলার মালিকরা জানান, ডুবে যাওয়া ওই তিন ট্রলারে থাকা ৩৮ জন মাঝির মধ্যে ৩৩ জন উদ্ধারের খবর পাওয়া গেলেও পাঁচজন নিখোঁজ রয়েছে। কোস্টগার্ড রাঙ্গাবালী আউট পোস্টের কন্টিনজেন্ট কমান্ডার রবিউল ইসলাম জানান, ট্রলারগুলো গভীর সাগরে ডুবেছে। আমরা খোঁজ নিচ্ছি। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ট্রলার ডুবির খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।