News71.com
 Bangladesh
 06 Jul 19, 06:46 PM
 146           
 0
 06 Jul 19, 06:46 PM

সাগরে লঘুচাপ॥চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ॥চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্কঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দেশের উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের সতর্ক বার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে হবে। পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান জানান, লঘুচাপের প্রভাবে বৃষ্টির কারণে গতকাল শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ৫৪ দশমিক ৬ মিলিলিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ৩ নম্বর সিগন্যাল রয়েছে। লঘুচাপের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন