News71.com
 Bangladesh
 05 Jul 19, 01:23 PM
 110           
 0
 05 Jul 19, 01:23 PM

ভারত-নেপাল-ভুটানের সঙ্গে রেল যুক্ত হবে বাংলাদেশের মোংলা বন্দর॥রেলমন্ত্রী

ভারত-নেপাল-ভুটানের সঙ্গে রেল যুক্ত হবে বাংলাদেশের মোংলা বন্দর॥রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃ রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল পথে পণ্য পরিবহণের মধ্য দিয়ে মোংলা বন্দর ব্যবহারের সুযোগ পাবে ভারত, নেপাল ও ভুটান। রেল যোগাযোগের মধ্যদিয়ে জাতীয় অর্থনীতির অগ্রগতিতে বড় ধরণের ভূমিকা রাখবে এ বন্দর। আজ বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন, যাত্রী পরিবহণসহ মোংলা বন্দরের মালামাল পরিবহণ করা হবে। দেশের অন্যতম সমুদ্র বন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার খুলনা থেকে মোংলা পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ করছে। আগামী ২০২২ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্প মেয়াদের মধ্যেই অর্থাৎ ২০২২ সালে মোংলা-খুলনা রেল চালু হবে আশা করছি। উত্তর অঞ্চলের পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুড়ির সাথে এ রেল যোগাযোগ যুক্ত হবে মন্ত্রী জানান।

সভায় উপস্থিত ছিলেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কর্তৃপক্ষের সদস্য (অর্থ) আফসানা ইয়াসমিন, রেল প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আ. রহিম, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন