News71.com
 Bangladesh
 03 Jul 19, 09:22 PM
 81           
 0
 03 Jul 19, 09:22 PM

মিয়ানমারের নাগরিকদের ঘরে ফেরাতে চাপ তৈরি করবে সুইডেন সরকার।।

মিয়ানমারের নাগরিকদের ঘরে ফেরাতে চাপ তৈরি করবে সুইডেন সরকার।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে সে দেশের সরকারের ওপর চাপ তৈরি করবে সুইডেন সরকার। আজ বুধবার মন্ত্রণালয়ের কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মিজ শারলোটা স্লাইটার এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকারকে এ সংক্রান্ত সহযোগিতা দিতে সুইডেন সরকার তার কার্যক্রম অব্যাহত রাখবে। এ সময় রাষ্ট্রদূত, আগামী ফেব্রুয়ারিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের অংশগ্রহণে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‘থার্ড গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি’ সম্মেলনে যোগ দিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রাজধানীতে গণপরিবহনের সক্ষমতা বাড়াতে মানসম্পন্ন সুইডিস বাস সরবরাহে আগ্রহ প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন