News71.com
 Bangladesh
 03 Jul 19, 12:20 PM
 72           
 0
 03 Jul 19, 12:20 PM

রোববার ঢাকায় আসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী   

রোববার ঢাকায় আসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী    

নিউজ ডেস্কঃ  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ। দুই দিনের সফরে আগামী ৭ জুলাই ঢাকায় পৌঁছার কথা রয়েছে তার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, সফরের প্রথমদিন ৭ জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হতে পারে তার। সাইফুদ্দিন বিন আবদুল্লাহের সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি পাঠানো, দু’দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা, রোহিঙ্গা সংকট ইত্যাদি বিষয় প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্র জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন