News71.com
 Bangladesh
 03 Jul 19, 12:20 PM
 89           
 0
 03 Jul 19, 12:20 PM

হজ ফ্লাইট শিডিউল ঠিক রাখতে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় এয়ারবাস  

হজ ফ্লাইট শিডিউল ঠিক রাখতে  ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় এয়ারবাস   

নিউজ ডেস্কঃ ঢাকায় পৌঁছেছে বিমানের দ্বিতীয় এয়ারবাস এ৩৩০-৩৪৩ উড়োজাহাজ। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও সেটি বিকেল ৫টা ৫ মিনিটে অবতরণ করে। এ সময়ে উড়োজাহাজকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বিমান কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মুখপাত্র তাহেরা খন্দকার। তিনি জানান, ব্যাংকক থেকে সরাসরি উড়োজাহাজটি আজ বিকেল সাড়ে ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও ৩০ মিনিট পরে এসেছে। তিনি বলেন, এর আগে আরো একটি এয়ারবাস এ৩৩০-৩৪৩ উড়োজাহাজ ঢাকায় এসে পৌঁছে। চলতি হজ মৌসুমে ফ্লাইট শিডিউল ঠিক রাখতে দুটি এয়ারবাস এ৩৩০-৩৪৩ উড়োজাহাজ লিজ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াভিত্তিক লিজিং কোম্পানি এয়ার এশিয়া এক্স থেকে লিজ নেয়া উড়োজাহাজ দুটি দুই মাস হজ ফ্লাইট অপারেশনে থাকবে। উল্লেখ্য, বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। হজ মৌসুমে অন্য রুটের ফ্লাইটে শিডিউল ঠিক রাখতে এই দুটি এয়ারবাস স্বল্প মেয়াদি লিজে আনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন