News71.com
 Bangladesh
 02 Jul 19, 01:26 PM
 128           
 0
 02 Jul 19, 01:26 PM

ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেনা যাবে না মোটরসাইকেল।।

ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেনা যাবে না মোটরসাইকেল।।

নিউজ ডেস্কঃ দেশে মোটরসাইকেল কেনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেনা যাবে না মোটরসাইকেল। বিআরটিএ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে মোটরসাইকেল বিক্রয়ের সময় ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আছে কি না তা বিক্রেতাকে নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতিরেকে কোনও ক্রেতার নামে রেজিস্ট্রেশন দেয়া হবে না। মোটরসাইকেল ক্রেতা প্রতিষ্ঠান হলে সে ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের যিনি ব্যবহারকারী তার নামে বরাদ্দপত্র ও শিক্ষানবিশ লাইসেন্স থাকা সাপেক্ষে মোটরসাইকেল ক্রয় বিক্রিয় ও রেজিস্ট্রেশন করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন