News71.com
 Bangladesh
 02 Jul 19, 12:14 PM
 113           
 0
 02 Jul 19, 12:14 PM

গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান॥বঙ্গবীর কাদের সিদ্দিকী

গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান॥বঙ্গবীর কাদের সিদ্দিকী

নিউজ ডেস্কঃ প্রাকৃতিক গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। আজ সোমবার দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গ্যাসের এ বর্ধিত মূল্য জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করবে। ফসলের ন্যায্যমূল্য না পাওয়া, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, যানজট ও দুর্নীতির মতো নানামুখী সংকটে থাকা দেশ এবং জনগণকে এটি আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে। কোনো সরকার জনগণের প্রতি এমন নির্মম হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এ সরকার যদি জনগণের প্রতি নূন্যতম দায়বদ্ধ থাকত তাহলেও তারা এমন সিদ্ধান্ত নিতে পারত না। তিনি অনতিবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন