News71.com
 Bangladesh
 01 Jul 19, 07:20 PM
 161           
 0
 01 Jul 19, 07:20 PM

হাতবদলের সময় একে-২২রাইফেল উদ্ধার, আটক ২

হাতবদলের সময় একে-২২রাইফেল উদ্ধার, আটক ২

নিউজ ডেস্কঃ হাতবদলের সময় একে-২২ রাইফেল উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার দিনগত রাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে একটি পরিত্যাক্ত জায়গা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটকরা হলেন- কামাল হোসেন ও সাঈদুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ২টি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানটি চালানো হয়। ঘটনাস্থলে অস্ত্রের হাতবদলের জন্য ৬ জন উপস্থিত হয়েছিল, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ জন পালিয়ে যায়। বাকী গ্রেফতারে অভিযান চলছে। তিনি বলেন, উদ্ধার একে-২২ অস্ত্রটি সোভিয়েত রাশিয়ার তৈরি। এর দাম আনুমানিক সাড়ে ৬ লাখ টাকা। তিনি আরও বলেন, তারা অস্ত্র ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে পেলে তাদের মিশন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন