নিউজ ডেস্কঃ গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার তিন বছর পূর্ণ হলো আজ। ঘটনার দুই বছরের মাথায় চার্জশিট দেয়ার পর মামলাটি এখন রয়েছে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে। আইনজীবীদের আশা আগামী দুই তিন মাসের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ হবে।২০১৬ সালের পহেলা জুলাই। রমজানের শেষের দিকে নগরবাসী প্রস্তুতি নিচ্ছেন ঈদুল ফিতর উদযাপনের। ঠিক তখন এক সন্ধ্যায় গুলশান হলি আর্টিজানে ঘটে দেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস ও ভয়াবহ জঙ্গি হামলা। অত্যাধুনিক অস্ত্র নিয়ে রেস্তোরাঁয় ঢুকে পড়ে পাঁচ জঙ্গি। পরের কয়েকটি ঘণ্টা নারকীয় তাণ্ডব চালিয়ে হত্যা করে দেশি বিদেশি ২১ নাগরিককে। ১২ ঘণ্টা রুদ্ধশ্বাস জিম্মি দশার অবসান ঘটে পরের দিন ভোরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে।দেশে জঙ্গিবাদের প্রচলিত ধারণাকেই পাল্টে দেয়া এই হামলার দুই বছরের মাথায় চার্জশিট দেয় তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিট। তদন্তে ২১ জনের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় তারা। তবে পাঁচ হামলাকারীসহ অনেকেই অভিযানে মারা যাওয়ায় এখন ৮ জনের বিরুদ্ধে চলছে বিচার কাজ।মহানগর পিপি অ্যাডভোকেট আবদুল্লাহ আবু বলেন, ২১১ জন সাক্ষী আছে, এরমধ্যে ৬০ জন সাক্ষী হয়েছেন। যেভাবে সাক্ষী আসছে, তাতে আমরা খুব আশাবাদী ৩ থেকে ৪ মাসের মধ্যেই এটা শেষ করা যাবে।
এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, এই ঘটনায় সরাসরি যারা জড়িত ছিলো তারা সবাই বন্দুকযুদ্ধে মারা গেছে। যাদের বিচার চলছে তাদের সম্পৃক্ততার বিষয়টি এখন পর্যন্ত কোনো সাক্ষীর বক্তব্যে উঠে আসেনি বলেও দাবি তার।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ বলেন, যারা মূল আসামি তারা তো ঘটনাস্থলেই মারা গেছে। একটা কূটনৈতিক পাড়ায় এভাবে অস্ত্র নিয়ে ঢুকতে পারাকে আমি পুলিশের ব্যর্থতাই বলবো।জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এই হামলার সুষ্ঠু বিচারের কোনো বিকল্প নেই বলে মনে করেন সচেতন মহল।