News71.com
 Bangladesh
 01 Jul 19, 12:19 PM
 113           
 0
 01 Jul 19, 12:19 PM

ঢাবির ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।।

ঢাবির ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।।

নিউজ ডেস্কঃ প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯২১ সালের এই দিনে যাত্রা শুরু করা বিবিশ্ববিদ্যালয়টি ৯৮ বছর অতিক্রম করে ৯৯ বছরে পদার্পণ করেছে। আন্দোলনে-সংগ্রামে বর্ণিল ও গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে এগিয়ে যাচ্ছে দেশের প্রধান এই বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে বাঙালির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জাগরণের প্রাণকেন্দ্র হয়ে ওঠে এ বিশ্ববিদ্যালয়। বিশেষ করে ভাষা আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৯-এর গণআন্দোলন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ’৯০-এর স্বৈরাচার পতন আন্দোলনসহ নানা আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছে এ প্রতিষ্ঠান। তবে কালের পরিক্রমায় ঢাকা বিশ্ববিদ্যালয় হারিয়েছে তার সোনালি অতীত। স্যার জগদীশচন্দ্র্র বসুসহ বিশ্বখ্যাত অনেকে ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সেই বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষকদের মাঝে আজ মৌলিক গবেষণার প্রয়াস নেই বললেই চলে। গবেষণা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে তার সুনাম ও ঐতিহ্য হারাতে বসেছে। বিশ্ববিদ্যালয়ের ৪৯টি গবেষণাকেন্দ্রে নেই পর্যাপ্ত লোকবল ও কার্যালয়। বছরে একবার সেমিনার করা ছাড়া বেশিরভাগ সময়ই বন্ধ থাকে এসব গবেষণাকেন্দ্র। এদিকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টার পূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ভবনসংলগ্ন মলে জমায়েত, জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কেক কাটা, সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বোধনী সংগীত পরিবেশন এবং উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাসহকারে ছাত্র-শিক্ষক কেন্দ্রে গমন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ সকাল ১০টায় প্রশাসনিক ভবনসংলগ্ন মল-চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রা ও আলোচনাসভায় অংশগ্রহণ করবেন। দিবসটি উপলক্ষে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে দুর্লভ পা-দুলিপি প্রদর্শন করা হবে। চারুকলা অনুষদের উদ্যোগে বেলা ৩টায় অনুষদ প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কার্জন হল ভবনের উত্তর-পূর্ব বারান্দায় উদ্ভাবিত চিকিৎসা প্রযুক্তির যন্ত্রপাতি প্রদর্শন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতা, দুপুর সাড়ে ১২টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে সাইকেল শোভাযাত্রা এবং বেলা ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ডাকসুর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে আলোকসজ্জার ব্যবস্থাসহ তিনটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে সুসজ্জিত তোরণ নির্মাণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন