News71.com
 Bangladesh
 01 Jul 19, 12:19 PM
 124           
 0
 01 Jul 19, 12:19 PM

শাহজালালে এলডিপির মহাসচিব রেদোয়ান গুলিসহ আটক॥  

শাহজালালে এলডিপির মহাসচিব রেদোয়ান গুলিসহ আটক॥   

নিউজ ডেস্কঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে সাত রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিসহ তাকে আটক করা হয়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে শাহজালালে এসেছিলেন এলডিপির মহাসচিব। এ সময় স্ক্যানিং করার সময় তার কাছ থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে ব্যাগে রাখা গুলির বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন রেদোয়ান আহমেদ। বিষয়টি নিশ্চিত করে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান বলেন, নিয়ম বহির্ভূতভাবে বিমানবন্দরে গুলি নিয়ে প্রবেশ করার জন্য তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ। এলডিপি মহাসচিবকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওবায়দুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন