News71.com
 Bangladesh
 29 Jun 19, 12:49 PM
 166           
 0
 29 Jun 19, 12:49 PM

আজ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস॥

আজ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস॥

নিউজ ডেস্কঃ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৭তম প্রয়াণ দিবস আজ। ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি মধুসূদন ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।মধুসূদন সাত বছর বয়সে কলকাতা যান। খিদিরপুর স্কুলে দুই বছর পড়ার পর ১৮৩৩ সালে কবি হিন্দু কলেজে ভর্তি হন। বাংলা, ফরাসী ও সংস্কৃত ভাষায় শিক্ষা লাভ করেন। ১৮৪৪ সাল থেকে ১৮৪৭ সাল পর্যন্ত তিনি কলকাতার বিশব কলেজে অধ্যায়ন করেন। সেখানে তিনি গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষা শেখেন। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত হাইস্কুলে শিক্ষাকতা করেন। মাদ্রাজ থেকে প্রকাশিত পত্রিকা মাদ্রাজ স্পেক্টেটর এর সহকারি সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৮৬২ সালের ৯ জুন ব্যারিষ্টারি পড়ার জন্য তিনি বিলেত যান। ১৮৬৬ সালে তিনি ব্যারিষ্টারি পাশ করেন। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরেজি সাহিত্যেও অসামান্য অবদান রাখায় বিশ্ববাসী এই ধীমান কবিকে মনে রেখেছে কৃতজ্ঞচিত্তে।

মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত হয়। আইন ব্যবসায় তিনি তেমন সাফল্য লাভ করতে পারেননি। তা ছাড়া অমিতব্যয়ী স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্থ হয়ে পড়েন। ১৮৭৩ সালের ২৯ জুন আলিপুর জেনারেল হাসপাতালে অর্থাভাবে তিনি মারা যান।দিবসটি উপলক্ষে আজ দিনব্যাপী মধুসূদন একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সাগরদাঁড়ির মধুপল্লীতে মধুসূদনের আবক্ষমূর্তিতে মাল্যদান, আলোচনা সভা, মধুসূদনের কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধুসূদন একাডেমি পুরস্কার প্রদান। এ ছাড়া বিকেলে কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন কলকাতার কবি কাজল চক্রবর্তী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও লেখক ড. তানভীর দুলাল।দিবসটি উপলক্ষে আজ যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে মহাকবির কর্মময় জীবন নিয়ে শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন