News71.com
 Bangladesh
 28 Jun 19, 11:07 AM
 131           
 0
 28 Jun 19, 11:07 AM

বর্তমান সংসদকে অবৈধ না বলার জন্য রুলিং এর দাবি জানিয়েছেন সরকারদলীয় সদস্যগন।।

বর্তমান সংসদকে অবৈধ না বলার জন্য রুলিং এর দাবি জানিয়েছেন সরকারদলীয় সদস্যগন।।

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা বর্তমান একাদশ জাতীয় সংসদকে ‘অবৈধ না বলার জন্য’ স্পিকারের রুলিং দাবি করেছেন। প্রস্তাবিত বাজেট উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে দাবি করে তাঁরা বাজেট বাস্তবায়নে দেশবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এই আলোচনায় সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া আলোচনা দুপুর ও সন্ধ্যায় দুই দফায় দেড় ঘণ্টার বিরতি দিয়ে গভীর রাত পর্যন্ত চলে। আলোচনায় অংশ নেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সরকারি দলের মাহবুবউল আলম হানিফ, মকবুল হোসেন, ইউসুফ আবদুল্লাহ হারুন, মোয়াজ্জেম হোসেন রতন, নজরুল ইসলাম চৌধুরী, বাসন্তী চাকমা, নাদিরা ইয়াসমীন জলি, বিরোধীদলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্ন, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান প্রমুখ।

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, সব শ্রেণি-পেশার মানুষ প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানালেও বিএনপিসহ কিছু মানুষ গতানুগতিক বিরোধিতা করেছে। ১০ বছরে অর্থনীতির ক্ষেত্রে কোনো বিপর্যয় ঘটেনি। সামষ্টিক অর্থনীতির প্রতিটি ইনডেক্সে আমাদের সাফল্যের স্বাক্ষর সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। দুর্ভিক্ষ, খাদ্য ঘাটতির দেশকে প্রধানমন্ত্রী স্বয়ংসম্পূর্ণ শুধু নয়, উদ্বৃত্তের দেশে পরিণত করেছেন। এখন গ্রামগুলো শহরে রূপ নিয়েছে। গ্রামে গ্রামে এখন মানুষ ফ্রিজ কিনছে, রাইস কুকার কিনছে। আজ শ্রমিক পাওয়া যায় না। এটা অর্থনীতির জন্য সুখবর। তাই সরকার কৃষিকে সম্পূর্ণ যান্ত্রিকীকরণে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রশ্ন তোলেন, বিএনপির সদস্যরা সংসদকে অবৈধ বলেন, তাহলে তাঁরা সংসদে কেন আসেন। তিনি এ ব্যাপারে স্পিকারের রুলিং দাবি করেন। সঞ্চয়পত্রে উেস কর বাড়ানো উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপির আমলে দুর্বৃত্তায়নের কারণে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন