News71.com
 Bangladesh
 28 Jun 19, 11:06 AM
 127           
 0
 28 Jun 19, 11:06 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উদযাপনের প্রস্তাব শোভনের॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উদযাপনের প্রস্তাব শোভনের॥

নিউজ ডেস্কঃ সিনেট সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পুরো মার্চ মাস ব্যাপী উৎযাপনের প্রস্তাব রাখেন মোঃ রেজওয়ানুল হক চৌধুরী শোভন। গত বুধবার সিনেটের বার্ষিক সম্মেলনে ছাত্র প্রতিনিধি হিসেবে এ প্রস্তাব রাখেন ছাত্রলীগ সভাপতি। বক্তব্যের শুরুতেই শোভন শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোভন বলেন, ২০২০ সাল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বছর। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে পুরো মার্চ মাস ব্যাপী উৎযাপন করতে পারি কিনা সে ব্যাপারে প্রশাসনের কাছে ভেবে দেখার অনুরোধ জানাই। শোভন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এবং এস এম হলের ছাত্র ছিলেন তাই আইন অনুষদ এবং এস এম হলে বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য কিংবা তার স্মৃতিবিজরিত স্থান চিহ্নিত করা যায় কিনা সেদিকে প্রশাসনের দৃষ্টিপাত আকর্ষন করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন