News71.com
 Bangladesh
 27 Jun 19, 11:36 AM
 116           
 0
 27 Jun 19, 11:36 AM

মতিঝিলে ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু ॥

মতিঝিলে ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু ॥

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিলের আরামবাগে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম গুলজার হোসেন প্রামাণিক (৫৫)।গতকাল বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে। তিনি নর্দা হারেজ সড়কে থাকতেন।

নিহতের ছেলে সম্রাট হাসান জানান, তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন। নটরডেম কলেজের পাঁচ তলার পাশে মাচাং বেঁধে কাজ করার সময় সেটি ভেঙে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন