News71.com
 Bangladesh
 26 Jun 19, 11:40 AM
 101           
 0
 26 Jun 19, 11:40 AM

আবেদন করলে উত্তরায় এমপিদের ফ্ল্যাট দেওয়া হবে ॥ গণপূর্তমন্ত্রী শ ম রোজাউল করিম

আবেদন করলে উত্তরায় এমপিদের ফ্ল্যাট দেওয়া হবে ॥ গণপূর্তমন্ত্রী শ ম রোজাউল করিম

নিউজ ডেস্কঃ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রোজাউল করিম সংসদে জানিয়েছেন, রাজউকের আওতাধীন উত্তরা ১৮ নম্বর সেক্টরের ফ্ল্যাট প্রকল্পে ‘এ‘ ব্লকে ১৬৫৪ বর্গফুট আয়তনের কিছু ফ্ল্যাট অবরাদ্দকৃত অবস্থায় আছে। সংসদ সদস্যরা ফ্ল্যাটের জন্য আবেদন করলে তাদের সবাইকে ওই প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে গতকাল মঙ্গলবারের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মহিলা এমপি হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সরকারি দলের ইসরাফিল আলমের (নওগাঁ-৬) প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, বনানীর এফ আর টাওয়ার অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ হয়নি। ওই ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম চলমান রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন