নিউজ ডেস্কঃ বিকেলবেলা বাড়ির পাশে অন্যদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর খেলার মাঠের পাশের করলা সবজির মাচির নিচ থেকে মৃতাবস্থায় সোহাগ খান (৬) বছরের এক শিশু ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের দেওয়া সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) সকালে পাবনা ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ির করলা ক্ষেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত শিশু ওই এলাকার গুচ্চগ্রামের আকমাল খাঁনের ছেলে ও বেসরকারি এনজিও ওসাকা পরিচালিত ওসাকা কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির ছাত্র।
সাহাপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় প্রতিনিধি (মেম্বার) রুহুল আমিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শিশুটি গতকাল সোমবার বিকালে প্রতিবেশীদের অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে করলা ক্ষেতের মাচাসংলগ্ন মাঠে ফুটবল খেলতে যায়। সন্ধ্যার পরও ফিরে না আসায় খোঁজাখুঁজি ও মাইকিং করা হয়। আজ সকালে মাঠে কাজ করতে যাওয়া লোকজন শিশুটিকে বুকের ওপর ফুটবল নিয়ে মৃতাবস্থায় পড়ে থাকতে দেখে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে শিশুটিকে আঘাত ও শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।