News71.com
 Bangladesh
 24 Jun 19, 10:27 PM
 64           
 0
 24 Jun 19, 10:27 PM

সাপের বিষ বিক্রির অভিযোগে আটক ৪ ।।

সাপের বিষ বিক্রির অভিযোগে আটক ৪ ।।

নিউজ ডেস্কঃ সাপের বিষ ও বিদেশি অস্ত্রসহ চারজনকে আটক করেছে র্যাাব। আজ সোমবার (২৪ জুন) দুপুরে রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাদের আটক করে র্যা ব ১০।র্যা ব জানায়, অস্ত্র ও সাপের বিষ কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুরে আজিমপুর এতিমখানার এলাকায় অবস্থান নেয় র্যাচব। এর এক পর্যায়ে চার যুবক সাপের বিষ নিয়ে ওই এলাকায় আসলে র্যা ব তাদের ঘিরে ফেলে।

পরবর্তীতে তাদের কাছ থেকে সাপের বিষের তিনটি জার, একটি বিদেশি অস্ত্র, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ডগুলিসহ নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাটব জানায়, দীর্ঘদিন ধরে অস্ত্র ও সাপের বিষয় বিক্রির সাথে জড়িত ছিল চক্রটি।র্যা ব-১০ এর ডেপুটি ডিরেক্টর মেজর আনিসুজ্জামান বলেন, সাপের বিষ দিয়ে অস্ত্র কেনাবেচার জন্য ৫০ হাজার টাকা ডিল করা হচ্ছিল। পরীক্ষা না করে বলতে পারবো না এটা আসল সাপের বিষ কিনা। সাপের বিষটা ফোকাস করে তারা অস্ত্র কেনাবেচা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন