News71.com
 Bangladesh
 24 Jun 19, 10:25 PM
 59           
 0
 24 Jun 19, 10:25 PM

জাতীয় পার্টি এখন আর জোটে নেই, আগামীতে এককভাবে নির্বাচন করব॥মহাসচিব  

জাতীয় পার্টি এখন আর জোটে নেই, আগামীতে এককভাবে নির্বাচন করব॥মহাসচিব   

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, নির্বাচন শেষ, নির্বাচনী জোটও শেষ। এখন আর কোনো জোট নেই। আগামীতে আমরা এককভাবে নির্বাচন করবো। আজ সোমবার সকালে রাজধানীর মতিঝিলে জাতীয় পার্টির ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে জোটগতভাবে নির্বাচন করে।


রাঙ্গা বলেন, আজ বগুড়ায় নির্বাচন হচ্ছে, জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন আর কোন জোট নেই। আগামীতে আমরা এককভাবে নির্বাচন করবো। আর সেজন্যই দলকে আরো শক্তিশালী করতে আট বিভাগের নেতৃবৃন্দের মতামাত গ্রহণ করতেই এই আয়োজন। এখনই মূল্যায়ন করতে হবে কেন আমরা একাদশ জাতীয় নির্বাচনে মাত্র ২২টি আসনে জয়ী হলাম। কোথায় আমাদের ভূল ও ব্যার্থতা তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ১৯৯৬ সালে জাতীয় পার্টির সহায়তায় আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতার স্বাদ পেয়েছে। আগামীতে জাতীয় পার্টি যাতে একক ভাবে সরকার গঠন করতে পারে সেজন্য জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন