News71.com
 Bangladesh
 24 Jun 19, 11:45 AM
 133           
 0
 24 Jun 19, 11:45 AM

চোখে অপারেশন না হলে ধান কেটে দেখিয়ে দিতাম॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চোখে অপারেশন না হলে ধান কেটে দেখিয়ে দিতাম॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ ধান কাটা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো কাজই ছোট কাজ নয়। প্রয়োজনে সব কাজ করতে হবে।তিনি বলেছেন, আমি বলেছিলাম দরকার হলে আমি নিজে যাবো (ধান কাটতে)। আমার চোখে অপারেশন না হলে আমি ঠিকই চলে যেতাম। দেখিয়ে দিতাম আমার কাছে সব কাজ সমান।আজ রোববার (২৩ জুন) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চলমান ১১০তম, ১১১তম এবং ১১২তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ হাসিনা বলেন, শিক্ষায় আমরা সবাইকে উৎসাহিত করছি কিন্তু কোনো কাজ যে ছোট কাজ না সেটা মাথায় রাখতে হবে। লেখাপড়া শিখলে ধান কাটতে পারবো না এই মানসিকতা থাকতে পারবে না।তিনি বলেন, খালি বলেন ধান কাটা নিয়ে সমস্যা, ধান কাটার লোক পাওয়া যায় না। আমি যখন ছাত্রলীগকে হুকুম দিলাম সবাই লেগে যাও, যার যার এলাকায়। সবাইকে মাঠে গিয়ে ধান কাটতে হবে, শিখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন