News71.com
 Bangladesh
 24 Jun 19, 11:18 AM
 97           
 0
 24 Jun 19, 11:18 AM

ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নিলে ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা॥জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নিলে ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা॥জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডায়াগনসিসের ৪০ শতাংশ কমিশন চিকিৎসক নেন, কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা হতে পারে। তবে, সুনিদিষ্ট অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। মো. মুজিবুল হকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা শাস্ত্রে দেশের মেডিকেল কলেজগুলোতে পাঠদানে শিক্ষক স্বল্পতা নিরসনে সরকারের কার্যক্রম অব্যাহত আছে। সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে অনুমোদিত তিন হাজার ৮২৯টি পদের বিপরীতে শূন্যপদ রয়েছে এক হাজার ৭৭২টি। শূন্যপদ পূরণে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে, এটা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে।

আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে ১১২টি মেডিকেল কলেজের মধ্যে ৩৬টি সরকারি, ৭০টি বেসরকারি ও ৬টি সেনাবাহিনী নিয়ন্ত্রিত। সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে চার হাজার ৬৮টি, বেসরকারিতে ছয় হাজার ২৩১টি এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিতগুলোতে ৩৭৫টি আসন বরাদ্দ রয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বিবেচনায় গুরুত্বপূর্ণ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। আগামীতে ভৌগলিক অবস্থান, জনসংখ্যা ও প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে জরিপ করে প্রয়োজনীয় মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেয়া হবে। নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, অসহায় ও দুস্থ মুক্তিযোদ্ধাদের সরকারিভাবে চিকিৎসা ব্যয় নির্বাহ করা হয়ে থাকে।

 মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশে বর্তমানে এ, বি ও সি গ্রেডের ফার্মাসিস্টের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম রয়েছে। এ গ্রেডের ১৫ হাজার ২১টি, বি গ্রেডের ১৬ হাজার ৪৮৯টি ও সি গ্রেডের ১ লাখ ৭ হাজার ৪০০ জন রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছেন। তবে, ১৩টি পাবলিক ও ২৮টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ চালু রয়েছে। সেগুলো থেকে আগামীতে এ গ্রেডের ফার্মসিস্ট পাওয়া যাবে। মো. হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গ্রামীণ জনপদে পল্লী ডাক্তারদের চিকিৎসাসেবা প্রদানে তাদের দক্ষতা বৃদ্ধি করতে সরকারি অনুমোদন সাপেক্ষে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি মালেক বলেন, উচ্চতর প্রশিক্ষণ গ্রহণে সরকারি ব্যয়ে ডাক্তারদের বিদেশ পাঠানোর বিধান আছে। ফখরুল ইমামের প্রশ্নের জবাবে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহের পরিকল্পনা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন