News71.com
 Bangladesh
 21 Jun 19, 08:23 PM
 134           
 0
 21 Jun 19, 08:23 PM

অবৈধ বাড়ির মালিক মন্ত্রী-এমপি হলেও ছাড় নয়॥গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

অবৈধ বাড়ির মালিক মন্ত্রী-এমপি হলেও ছাড় নয়॥গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

নিউজ ডেস্কঃ রাজধানীতে অবৈধভাবে গড়ে ওঠা কোনও বাড়ি আইনের বাইরে থাকবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, আমরা অনুসন্ধানে অবৈধভাবে গড়ে ওঠা এক হাজার ৮১৮টি বাড়ি পেয়েছি। এসব বাড়ির মালিকরা রাজনীতি ও অর্থের দিক দিয়ে ক্ষমতাবান। আমি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছি। অবৈধ বাড়ির মালিক কোনও মন্ত্রী-এমপি হলেও ছাড় দেওয়া হবে না। একটা বাড়িকেও আমরা আইনের বাইরে রাখতে চাই না। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, পুরান ঢাকাতে অনেক বাড়ি রয়েছে, সেসব বাড়ি রিডেভেলপমেন্ট করে যার যতটুকু জমি তাকে ততটুকু ফ্ল্যাট থাকার জন্য দেওয়া হবে। আর যেসব ভবন কোনোভাবেই রাখা যাবে না তা ভেঙে ফেলা হবে। অন্যথায় সেসব ভবন সিলগালা করে দেওয়া হবে।


আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার ঘটনার পর প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে আমি নিজেও উপস্থিত থেকে বক্তব্য রেখেছিলাম। আমাদের বিচারহীনতার সংস্কৃতি এসব ঘটনার সৃষ্টি করেছে। কেউই আইনের ঊর্ধ্বে না। বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৯ সালের ৬ এপ্রিল জাতীয় সংসদে বঙ্গবন্ধুর হত্যার বিচার না করার জন্য আইন করা হলো। এরপর যুদ্ধাপরাধীদের জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সংসদ সদস্য শেখ ফজলে নুর তাপসের বাবা-মাকে হত্যা করা হলো। কিন্তু আজ পর্যন্ত সে হত্যাকাণ্ডের চার্জশিট জমা পড়লো না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর তারা তিনবার ক্ষমতায় এলেও মামলার চার্জশিট জমা করতে পারেনি। তাই শুধু সারগর-রুনি নয় এমন আরও যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সব ঘটনার তদন্ত ও বিচার করা হোক। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ইলিয়াস হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন