News71.com
 Bangladesh
 21 Apr 19, 04:41 PM
 150           
 0
 21 Apr 19, 04:41 PM

সাধারণ মানুষের প্রতি বিনয়ী হতে হবে নেতাকর্মীদের: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

সাধারণ মানুষের প্রতি বিনয়ী হতে হবে নেতাকর্মীদের: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। তৃণমূল নেতাদের ত্যাগের কারণেই আওয়ামী লীগ পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কারো আচরণ কিংবা অন্য যেকোন ভাবে মানুষ কষ্ট পায় এমন কাজ থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের প্রতি বিনয়ী হতে হবে।’ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত দশ বছরে দেশকে বদলে দিয়েছেন। দেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। মানুষের জীবন যাত্রা উন্নত হয়েছে। সমৃদ্ধ হয়েছে দেশের প্রতিটি জনপদ। সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছে আওয়ামী লীগ মানে উন্নয়ন। তাই সাধারণ মানুষ আওয়ামী লীগের সাথে রয়েছে। মানুষের ভালবাসা নিয়ে দল তৃতীয়বারের মতো এখন রাষ্ট্র ক্ষমতায়। স্থানীয় জনপ্রতিনিধিদের মানুষের উপকারে কাজ করার আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, দায়িত্বে থাকলে মানুষের সমালোচনা শুনতে হবে। ধৈর্য্যের সাথে কাজ করতে হবে। আগামী জুলাই মাসের ২য় সপ্তাহে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার ঘোষণা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন গুলোর জন্য স্থায়ী ভাবে কার্যালয় নির্মাণ করা হবে। সেজন্য তৃণমূল নেতাদের উদ্যোগ নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন