News71.com
 Bangladesh
 30 Jan 16, 11:21 AM
 1092           
 0
 30 Jan 16, 11:21 AM

একাত্তরের বন্ধু ভারতীয় জেনারেল কৃষ্ণার জীবনাবসান

একাত্তরের বন্ধু ভারতীয় জেনারেল কৃষ্ণার জীবনাবসান

নিউজ ডেস্ক : একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল কেভি কৃষ্ণা রাও আজ মারা গেছেন। আজ শনিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এই অকুতভয় যোদ্ধাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

ভারতীয় সেনাবাহিনীর এই স্বনামধন্য কর্মকর্তা জেনারেল কৃষ্ণা নাগাল্যান্ড ও মণিপুরে সন্ত্রাস দমণে ১৯৭০ থেকে ৭২ সাল পর্যন্ত একটি মাউন্টেইন ডিভিশনের নেতৃত্বে ছিলেন।

জেনারেল কৃষ্ণার নেতৃত্বাধীন এই ব্রিগেড ১৯৭১ সালে বাঙালির মুক্তি সংগ্রামে অংশ নিয়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল শত্রুমুক্ত করতে ভূমিকা রাখে। এই যুদ্ধে বীরত্বের জন্য ভারতীয় সেনাবাহিনী থেকে পদক পান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন