News71.com
 Bangladesh
 28 Jan 16, 04:31 AM
 985           
 0
 28 Jan 16, 04:31 AM

কৃষক হত্যায় দুইযুগ পর রায় : ৩ জনের ফাঁসি ১ জনের যাবজ্জীবন ।।

কৃষক হত্যায় দুইযুগ পর রায় : ৩ জনের ফাঁসি ১ জনের যাবজ্জীবন ।।

রংপুর সংবাদদাতা : অবশেষে ন্যায় বিচার পেল কৃষক পরিবারটি। হত্যাকাণ্ডের প্রায় দুই যুগ পর আজ রংপুরে এক কৃষক হত্যার ঘটনায় করা মামলার বিচার শেষে হল। রায়ে হত্যার সাথে জড়িত থাকার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের ছোট কল্যাণী গ্রামের ফরহাদ হোসেন (৪০), নুর মোহাম্মদ (৪১) ও মো. আব্দুল (৪০)।
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পেয়েছেন আসামি আবদুস সাত্তার (৭০); তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন ।অনেক দেরিতে হলেও রায়ে খুশী কৃষকের পরিবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন