News71.com
 Bangladesh
 25 Jan 16, 12:04 PM
 1051           
 0
 25 Jan 16, 12:04 PM

কুয়াশার কারনে ফেরি চলাচল ৩ ঘন্টা বন্ধ ।। পদ্মার উভয় পারে তীব্র জানজট

কুয়াশার কারনে ফেরি চলাচল ৩ ঘন্টা বন্ধ ।। পদ্মার উভয় পারে তীব্র জানজট

নিউজ ডেস্ক :ঘন কুয়াশায় কারণে প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়াঘাটে তৈরি হয়েছে তীব্র জানজট। বেলা বাড়ার পর থাকার পর সকাল ১০টা থেকে ধীরে ধীরে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

বিআইডব্লিউটিসি’র সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তা news71কে জানান, ঘনকুয়াশায় দৃষ্টিসীমা কমে এলে সোমবার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১০টা পর্যন্ত এ অবস্হা অব্যাহত থাকে। বেলা বাড়ার সাথে আকাশে সুর্যের দেখা মেলে এবং পরিস্হিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। এবং সকাল ১০ টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। ঘনকুয়াশার কারণে এসময় ফেরির যাতায়াতের জন্য সিগন্যাল বা নির্ধারিত বয়াবাতি দেখা না যাওয়ায় মাঝপদ্মায় সাতটি ফেরি আটকে ছিল বলে জানান বিআইডব্লিউটিসি’র এই কর্মকর্তা ।

উল্লেখ্য শীত মৌসুমের কয়েকটি মাস প্রায়শই ঘনকুয়াশার কারণে মাওযা-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ দেশের বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন