News71.com
 Bangladesh
 14 Oct 25, 01:57 PM
 7           
 0
 14 Oct 25, 01:57 PM

ঢাকার মার্কিন দূতাবাস ও আশপাশ এলাকার নিরাপত্তা জোরদার॥

ঢাকার মার্কিন দূতাবাস ও আশপাশ এলাকার নিরাপত্তা জোরদার॥

নিউজ ডেস্কঃ ঢাকায় মার্কিন দূতাবাস ও আশপাশ এলাকায় সোমবার রাতে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে।পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন। এ ছাড়া পুলিশের গুলশান বিভাগের সদস্য ঘটনাস্থলে যান।এ ব্যাপারে জানতে চাইলে রাত ১২টার দিকে গুলশান থানার ওসি হাফিজুর রহমান সমকালকে বলেন, ‘মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ কেন ও কী কারণে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হলো– এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

রাতে সোয়াটের এক কর্মকর্তা সমকালকে জানান, বাড়তি পুলিশ ওই এলাকায় রয়েছে। একজন প্রত্যক্ষদর্শী সমকালকে বলেন, মধ্যরাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে ও আশপাশ এলাকায় পুলিশের একাধিক গাড়ি দেখা গেছে। এর মধ্যে সোয়াটেরও গাড়ি রয়েছে। এর আগে গত ৭ এপ্রিল ঢাকায় মার্কিন দূতাবাসের বিপরীতে রাজধানীর নতুনবাজার এলাকায় একটি বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ওই বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন