News71.com
 Bangladesh
 13 Oct 25, 11:11 AM
 13           
 0
 13 Oct 25, 11:11 AM

বক্তব্য চলাকালে বিদ‍্যুৎ বিভ্রাটে বেজায় চটলেন এনসিপি নেতা সারজিস আলম॥

বক্তব্য চলাকালে বিদ‍্যুৎ বিভ্রাটে বেজায় চটলেন এনসিপি নেতা সারজিস আলম॥

নিউজ ডেস্কঃ বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় বেজায় চটলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ক্ষিপ্ত হয়ে তিনি বলেছেন, ‘এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন? এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’

উল্লেখ্য চাঁদাবাজিসহ সব অপকর্মের বিরুদ্ধে সারজিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত গতকাল শনিবার লংমার্চ হয়। সেই লংমার্চের সমাপ্তি বক্তব্য দেন রাত সাড়ে নয়টার দিকে। পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে এই আয়োজনে বক্তব্য দেওয়ার সময় সারজিস আলম এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন