নিউজ ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো: মোখলেস উর রহমান বলেছেন, সাদাপাথর শুধু লুট হয়নি, হরিলুট হয়েছে। এই ঘটনায় যারাই জড়িত, সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক না কেন-কেউই ছাড় পাবে না।শুক্রবার (২২ আগস্ট) সকালে মন্ত্রীপরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সাদাপাথর আন্তর্জাতিক মানের একটি পর্যটনকেন্দ্রে এমন ভয়াবহ লুটপাট দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পর্যটকদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সাদাপাথরসহ অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি সাদাপাথর এলাকা ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে, বলেন তিনি। অবৈধ উত্তোলন রোধে স্থায়ী নজরদারি জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন মোখলেস উর রহমান।