News71.com
 Bangladesh
 12 Aug 25, 10:17 PM
 63           
 0
 12 Aug 25, 10:17 PM

সচিবালয়ের ভেতরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ॥আদেশ জারি  

সচিবালয়ের ভেতরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ॥আদেশ জারি   

নিউজ ডেস্কঃ দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। সচিবালয় ভেতরে সভা, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। তবে যদি সরকারি কর্মচারীরা দলবদ্ধভাবে এ ধরনের কর্মসূচিতে অংশ নেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ের ভেতরে নিরাপত্তা জোরদারের পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিবালয়ের নিরাপত্তাসংক্রান্ত সাতটি নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে। জারি করা আদেশে বলা হয়েছে, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের ভেতরে প্রতিটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের ভেতরে অবস্থিত প্রতিটি ভবন ও প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন