নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধানকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ। তদন্ত কমিশনের অন্য ৪ জন সদস্যকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি দেয়া হয়েছে।
গত ৭ আগস্ট বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার প্রেক্ষিত, কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিতকরণের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনের (এস. আর. ও নম্বর ৩২১-আইন/২০২৫) সভাপতি ও সদস্যগণের মর্যাদা, বেতন-ভাতাদি/সম্মানী এবং অন্যান্য সুবিধা নিম্নরূপ নির্ধারণ করিল।