News71.com
 Bangladesh
 07 Aug 25, 11:15 AM
 79           
 0
 07 Aug 25, 11:15 AM

ব্যাংককগামী বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটি॥১ ঘণ্টা উড়ে ফের ঢাকায় অবতরণ  

ব্যাংককগামী বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটি॥১ ঘণ্টা উড়ে ফের ঢাকায় অবতরণ   

নিউজ ডেস্কঃ যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ত্রুটি টের পেয়ে মাঝ আকাশ থেকে বিমান নিয়ে ফিরে এসেছেন পাইলট। এতে ১৪৬ যাত্রী ছিলেন। বিমানটি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছিল। বুধবার (৬ আগস্ট) ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে দুপুর ১২টা ৬ মিনিটে ছেড়ে যায় বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি মিয়ানমার থেকে আবারও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। জানা যায়, ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল এস২-এএফএল রেজিস্ট্রেশনের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দিয়ে, যার ধারণক্ষমতা ১৭০ জন। উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত করেন। তখন উড়োজাহাজটি মিয়ানমারের আকাশসীমায় ছিল। নিরাপত্তাজনিত কারণে পাইলট ফ্লাইটটি ফেরত আনার সিদ্ধান্ত নেন এবং বেলা ১টা ২১ মিনিটে এটি আবারও ঢাকায় অবতরণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন