নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামীকাল রোববার থেকে সাক্ষ্য নেওয়া শুরু হবে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পরই এই কার্যক্রম শুরু হবে। আদালতের অনুমতি সাপেক্ষে মামলার সাক্ষ্যগ্রহণ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে আজ শনিবার সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। নিরাপত্তার কারণে সাক্ষীদের ছবি বা ভিডিও ধারণ ও ঠিকানা প্রকাশ বা প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি।
গত ১০ জুলাই বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অবশ্য এই মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন।