News71.com
 Bangladesh
 04 Jul 25, 11:13 AM
 7           
 0
 04 Jul 25, 11:13 AM

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার আগেই ক্যাডার পরিবর্তনের সুযোগ॥  

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার আগেই ক্যাডার পরিবর্তনের সুযোগ॥   

নিউজ ডেস্কঃ আগামী ৮ জুলাই থেকে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।মৌখিক পরীক্ষার আগে ক্যাডার পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ জুলাই থেকে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের জানানো যাচ্ছে যে, মৌখিক পরীক্ষার বোর্ডে একটি ক্যাডার পছন্দক্রম পরিবর্তন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার দিন পরীক্ষা শুরুর আগে প্রত্যেক প্রার্থীকে ওই ফর্ম হাতে হাতে সরবরাহ করা হবে এবং প্রার্থীরা তাৎক্ষণিকভাবে ফর্মটি পূরণ করে সাক্ষাৎকার বোর্ডে জমা দিতে হবে।প্রার্থীরা আবেদনের সময় প্রদত্ত তার পছন্দক্রম বহাল রাখতে পারবেন কিংবা পছন্দক্রম পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন