নিউজ ডেস্কঃ যোগদানের চার মাসের মাথায় এবার শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালকের পদ ছাড়লেন মোস্তফা জামান। বুধবার (০২ জুলাই) তার পদত্যাগপত্র হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। তিনি বলেন, আমি গতকাল উনার পদত্যাগপত্র হাতে পেয়েছি। এখনো এটি মন্ত্রণালয়ে পাঠাইনি। কাল হয়তো পাঠাব। পদত্যাগের কারণ হিসেবে মোস্তফা জামান কী লিখেছেন জানতে চাইলে ওয়ারেছ হোসেন বলেন, উনি ব্যক্তিগত কারণ লিখেছেন। এ বিষয়ে কথা বলার জন্য বুধবার কয়েক দফা মোস্তফা জামানকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে পদত্যাগ নিয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।