নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সংকটের জন্য সে দেশের সরকার এবং বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দায়ী। এজেন্সিগুলোর পক্ষ থেকে কর্মী পাঠানোতে কোনো অনিয়ম হয়নি। আজ মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। তাদের দাবি, ৩১ মে পর্যন্ত মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।
শেষ পর্যন্ত যেতে না পারা মালয়েশিয়াগামী কর্মীদের সমস্যার সমাধান, বাস্তবতার আলোকে রিক্রুটিং এজেন্সি মালিকদের পদক্ষেপ সম্পর্কে জানাতে ১০১টি এজেন্সির প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, ১০১টি এজেন্সির মধ্যে সরকারি এজেন্সি বোয়েসেল ও মো. নূর আলীর এজেন্সি ইউনিট ইস্টার্ন প্রাইভেট লিমিটেডও আছে। নূর আলীর নেতৃত্বাধীন একটি গোষ্ঠী ব্যবসায়িক ফায়দা হাসিল ও নির্বাচনী সুবিধা নিতে গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। নামে-বেনামে তিনি মালয়েশিয়ায় ব্যবসা করার পরও বায়রা নির্বাচনকে সামনে রেখে অপপ্রচারে নেমেছেন।