প্রযুক্তি ডেস্ক: ‘পোকেমন গো’-র দৌড় থামছেই না। গুগল বলেছে, জনপ্রিয়তার নিরিখে এবার এই গেমটি পেছনে ফেলে দিয়েছে পর্ন ওয়েবসাইটগুলোকেও।
ইন্টারনেট জমানার শুরু থেকেই জনপ্রিয়তার শিখরে পর্ন ওয়েবসাইটগুলো। এর আগে ‘ক্যান্ডি ক্রাশ’, ‘টেম্পল রান’-এর মতো গেমগুলি ভালরকমের সাড়া ফেলে দিলেও জনপ্রিয়তার নিরিখে পর্ন ওয়েবসাইটগুলোর ধারেকাছেও পৌঁছতে পারেনি। এবার অসম্ভবকে সম্ভব করে দেখাল এই ‘পোকেমন গো’।
বিশেষজ্ঞরা বলছেন, এই গেমে ছবি মোবাইল ফোনে তোলা ছবির বাস্তব চরিত্রের মধ্যে খেলার চরিত্রগুলিকে ঢুকিয়ে নেওয়া যায়। সেটাই এই গেমের জনপ্রিয় হয়ে ওঠার সবচেয়ে বড় কারণ। গেমিংয়ের ভাষায় যাকে বলে, ‘রিয়েল লাইফ ইন্টারফেজ’। গুগল বলেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী ইন্টারনেট ব্যবহারকারীরাই ‘পোকেমন গো’ সবচেয়ে বেশি ব্যবহার করেন। এই বয়সের ইন্টারনেট ব্যবহারকারীরাই সবচেয়ে বেশি পর্ন ওয়েবসাইট ঘাঁটতেন। যার ফলে পিছিয়ে পড়েছে অশালীন ওয়েবসাইটগুলো।