News71.com
 Technology
 16 Feb 16, 02:53 AM
 1305           
 0
 16 Feb 16, 02:53 AM

সকলের জন্য খুশীর খবর ।। ভূমিকম্পের আগাম বার্তা দেবে স্মার্টফোন

সকলের জন্য খুশীর খবর ।। ভূমিকম্পের আগাম বার্তা দেবে স্মার্টফোন

নিউজ ডেস্ক : ভূকম্পনে কেঁপে ওঠার আগেই স্মার্টফোন জানিয়ে দেবে বিপদের আগাম বার্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী দীর্ঘ গবেষনার পর স্মার্ট ফোনের জন্য এমনই একটি নতুন অ্যাপ তৈরি করেছেন। অ্যাপটি ভূমিকম্পের আগাম (Advance) আঁচ বা সেনসর হিসেবে কাজ করে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে বলে প্রত্যাশা বিজ্ঞানীদের ।

মাই সেক (MyShake) নামের এই অভিনব অ্যাপটি স্মার্টফোনের মোশন সেন্সরের মাধ্যমে তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং ডয়েচ টেলিকম এজির গবেষকরা।

এখন থেকে এই অ্যাপটির মাধ্যমে কম্পনের বেশ কয়েক সেকেন্ড আগে ব্যাপকতা, মাত্রা এবং যাবতীয় তথ্য পৌঁছে যাবে অ্যাপটির ব্যবহারকারীদের কাছে। নেপাল, পেরুর মত ভূমিকম্পপ্রবণ দেশে এই অ্যাপে থাকছে বিশেষ ব্যবস্থা। এইসব দেশে ভূমিকম্পের জন্য কোনও গ্রাউন্ড বেস সেসমিক নেটওয়ার্ক নেই, অথচ লক্ষাধিক স্মার্টফোন ব্যবহারকারী আছে।

গুগল প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যাবে MyShake নামের এই অ্যাপটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন